চীনে তেল বিক্রিতে সৌদিকে ছাড়িয়ে গেলো রাশিয়া


ঢাকা বিজনেস ডেস্ক , : 21-03-2023

চীনে তেল বিক্রিতে সৌদিকে ছাড়িয়ে গেলো রাশিয়া

চীনের বাজারে জ্বালানি তেল বিক্রিতে  সৌদি আরবকে ছাড়িয়ে গেলো  রাশিয়া।  ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি  মাসে দেশটিতে সৌদি আরব তেল দিয়েছে ১৭ লাখ ২০ হাজার ব্যারেল। একই সময়ে রাশিয়ার কাছ থেকে চীন তেল কিনেছে  ১৫ দশমিক ৬৮ মিলিয়ন টন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম  আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চীনের বাজারে ১৫ দশমিক ৬৮ মিলিয়ন টন তেল রপ্তানি করেছে রাশিয়া। এই হিসাবে রাশিয়া প্রতিদিন চীনের বাজারে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বিক্রি করেছে।  আর ২০২২ সালের একই সময়ে রাশিয়া থেকে চীনে প্রতিদিন তেল বিক্রির পরিমাণ ছিল ১৫ লাখ ৭০ হাজার ব্যারেল। সেই হিসাবে গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি বছরের প্রথম দুই মাসে রাশিয়া থেকে চীনে তেল রপ্তানির পরিমাণ বেড়েছে ২৩ দশমিক ৮ ভাগ। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  ২০২২ সালে রাশিয়া ছিল চীনের দ্বিতীয় প্রধান তেল সরবরাহকারী দেশ। ওই বছর  চীনকে রাশিয়া তেল দিয়েছিল ৮৬ দশমিক ২ মিলিয়ন টন। বিপরীতে সৌদি আরব  দিয়েছিল ৮৭ দশমিক ৪৯ মিলিয়ন টন।

উল্লেখ্য, ২০২২ সালের  ইউক্রেনে রুশ হামলার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। একইসঙ্গে সঙ্গে রাশিয়ার তেলের মূল্য প্রতি ব্যারেল ৬০ ডলার ঠিক করে দেয়  ইউরোপ ও আমেরিকা। এতে ইউরোপের বাজারে রাশিয়ান তেল বিক্রি কমে যায়। এই সুযোগে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ  বাড়িয়ে দেয় চীন।

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com