আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ। এ লক্ষ্যে সোমবার (২০ মার্চ) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচ শুরুর আগে টস হেরে ব্যাটিং করেছে তামিমের দল। ব্যাটে নেমে সব ওভার খেলে ৬ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান সংগ্রহ করে তারা। এর আগের ম্যাচে ৩৩৮ রান করে ওয়ানডের ইতিহাসে রেকর্ড সংখ্যক রান করে বাংলাদেশ। আজকের ম্যাচে এই রেকর্ডও ভেঙে নতুন ইতিহাস গড়লো তারা। আইরিশদের জিততে হলে বাংলাদেশের রেকর্ড টপকাতে হবে।
এদিকে, ওপেনিংয়ে নেমে তামিম ২৩ রান করে আউট হলেও লিটন-শান্তর ব্যাটে উড়তে থাকে বাংলাদেশ। ৭১ বলে ৭০ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। শান্তও ৭৭ বলে ৭৩ রান করে আউট হন। আলোচনায় থাকা সাকিব ১৯ বলে ১৭ করে আউট হন। ইনিংসের সবচেয়ে বেশি রান করেন মুশফিক। তিনি শেষ বলে শত রান করে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে নিয়ে যান টাইগার শিবিরকে।