একযুগ পর গ্রাজুয়েট সাকিব আল হাসান


ঢাকা বিজনেস ডেস্ক , : 19-03-2023

একযুগ পর গ্রাজুয়েট সাকিব আল হাসান

অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের নামের পাশে এবার গ্র্যাজুয়েট শব্দও যুক্ত হলো। রোববার (১৯ মার্চ)  আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ২১তম সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ পান তিনি। বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। 

এর আগের দিনে,  শনিবার (১৮ মার্চ) আয়ার ল্যান্ডের বিপক্ষে ৩ দিনের ওয়ানডে ম্যাচ সিরিজের প্রথম দিনেই ব্যাট করতে নেমে সংগ্রহ করেছেন ৯৩ রান। এছাড়া বোলিং করতে নেমে পেয়েছেন  এক উইকেট। এরই মধ্যদিয়ে তিনি ৭ হাজার রানের ক্লাবে যোগ দিয়েছেন।    

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা.  দীপু মনির হাত থেকে গ্রাজুয়েশন  সম্পন্নে সনদ গ্রহণের পর সাকিব বলেন, ‘আমি ক্রিকেট খেলছি অনেক দিন থেকে। শুরু থেকেই আমার মা ফোন করে পড়াশোনার বিষয়ে খোঁজ নিতেন। আজ খুব খুশি আর গর্বিত যে অবশেষে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।’

এই ক্রিকেটার আরও বলেন, ‘টেস্ট ক্যাপ পাওয়ার সময় যে অনুভূতি হয়েছিল, আমার এখনকার অনুভূতিটা সে রকমই। আমি ক্রিকেটে অনেক কিছু অর্জন করতে পারি। কিন্তু পড়াশোনায় সর্বোচ্চ সার্টিফিকেট পাওয়ার স্বপ্নটা আমার সব সময়ই ছিল।’

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ২১তম সমাবর্তন অনুষ্ঠানে পেয়েছেন ডা. আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক। 

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com