বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ল্যাপটপ বিতরণ


টাঙ্গাইল সংবাদদাতা , : 18-03-2023

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ল্যাপটপ বিতরণ

টাঙ্গাইলের গোপালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে ৫৮টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) বিকালে গোপালপুর সূতি বিএম উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় ল্যাপটপ বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমেন, উপজেলা শিক্ষা অফিসার শফিজুর রহমান, থানার ওসি মোশারফ হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

তানভীর হাসান ছোট মনির বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এতে করে শিক্ষার মান আরও প্রসার হবে। প্রতিটি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

নোমান/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]