না ফেরার দেশে জন উইক’ খ্যাত অভিনেতা


বিনোদন ডেস্ক , : 18-03-2023

না ফেরার দেশে জন উইক’ খ্যাত অভিনেতা

‘দ্যা ওয়ার’ ও ‘জন উইক’ খ্যাত অভিনেতা ল্যান্স রেডডিক আর নেই। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ল্যান্সের লাশ তার স্টুডিও সিটির বাড়িতে পাওয়া গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

রেডডিকের মৃত্যুর কারণ এখনো জানা যায় নি। তবে, স্বাভাবিকভাবেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

অভিনয় জগতে তার ক্যারিয়ার ২৫ বছরের।  ১ ডজনের বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ল্যান্স 'জন উইক' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতেও অভিনয় করেছেন।  

প্রসঙ্গত, ল্যান্স রেডডিক বাল্টিমোরে জন্মগ্রহণ করেন। তিনি রচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত ডিগ্রি অর্জন করেন এবং ইয়েল থেকে তার এমএফএ লাভ করেন।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com