‘সলিড গোল্ড’ নির্মাণের সিদ্ধান্ত ফারুকীর


বিনোদন ডেস্ক , : 18-03-2023

‘সলিড গোল্ড’ নির্মাণের সিদ্ধান্ত ফারুকীর

দেশের জনপ্রিয় তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজস্ব নির্মাণশৈলীতে জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ের মণিকোঠায়। দর্শকপ্রিয় অনেক নাটক-সিনেমা তৈরি হয়েছে তার হাত ধরে। এবার একটি ওয়েব সিরিজ তৈরি করতে চান 'ব্যাচেলর' খ্যাত এই নির্মাতা।

শুক্রবার (১৭ মার্চ) রাত ১১টা ৫৫ মিনিটে নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই নির্মাতা। পোস্টে তিনি লিখেন, ‘সলিড গোল্ড’ নামে একটা ওয়েব সিরিজ করতে চাই। দুবাই এয়ারপোর্টে বসে বসে ফ্যাসিনেটিং সব রিপোর্ট পড়তে পড়তে এই আমার সিদ্ধান্ত!'

সেই সঙ্গে স্ট্যাটাসটিতে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অব স্টোরিজকে ট্যাগ করেছেন তিনি। 

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]