ভিসতা ক্রিকেট ফাইনালে মুখোমুখি ইলেভেন স্টার-টাইগার ক্লাব


ক্রীড়া ডেস্ক , : 18-03-2023

ভিসতা ক্রিকেট ফাইনালে মুখোমুখি ইলেভেন স্টার-টাইগার ক্লাব

ভিসতা ক্রিকেটের ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে ইলেভেন স্টার, শুভকি এবং টাইগার ক্লাব, পাথরাইল।  

পাথরাইল পল্লী উন্নয়ন বীনা পাণি কিশোর সমিতির আয়োজনে সমিতির মাঠে হচ্ছে এলাকার বহুল আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট। এতে পৃষ্ঠপোষকতা করছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। 

এর আগে গত ৪ ফেব্রুয়ারি শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন ভিসতা পরিচালক এবং ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ সরকার। 

১৬টি দল নিয়ে শুরু হয়েছিল ভিসতা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩। জেলার বিভিন্ন এলাকার সেরা দলগুলো টুর্নামেন্টে অংশ নিয়েছিল।

বীনা পাণি সমিতির সভাপতি রাজিব চন্দ জানান, ফাইনাল ম্যাচ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেক গণ্যমান্য অতিথি আসছেন ফাইনাল ম্যাচ উপভোগ করতে। ভেন্যু সাজানো হয়েছে রঙিন সাজে। 

টাঙ্গাইল ভিসতা গ্যালারির স্বত্বাধিকারী এমদাদুল হক বাদল জানান, ফাইনাল খেলা শেষে পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে বেশকিছু আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। 

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]