কাবাডিতেও ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ, বঙ্গবন্ধুকে জয় উৎসর্গ


ক্রীড়া ডেস্ক , : 17-03-2023

কাবাডিতেও ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ, বঙ্গবন্ধুকে জয় উৎসর্গ

বিশচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মাত্র কয়েকদিন আগে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার ইংরেজদের বিপক্ষে জয়ের ধারা বজায় থাকলো কাবাডিতেও। ঘরের মাঠে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

শুক্রবার (১৭ মার্চ) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত 'এ' গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নেমে ইংল্যান্ডকে চারটি লোনাসহ ৫৫-২৭ পয়েন্টে হারিয়ে এ-গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে এই জয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছে বাংলাদেশ দল। অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আমরা এই জয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উনার প্রতি উৎসর্গ করছি।’

ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বাাংলাদেশের মিজানুর রহমান। এ-গ্রুপে চার ম্যাচের সবক’টিতে জিতে আট পয়েন্ট বাংলাদেশের। আগামীকাল ইরাকের বিপক্ষে লড়বেন তুহিন তরফদাররা। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে বাংলাদেশের।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]