স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘ঢাকায় সবার জন্য পানির দাম এক হবে না। এলাকাভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। ওয়াসাকে বলবো তারা যাতে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করে।’
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ওয়াসার বিল সংগ্রহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা।
মন্ত্রী বলেন, ‘এলাকাভিত্তিক সবকিছুই করা হবে। ওয়াসাকে আমি বলবো হোল্ডিং অনুযায়ী পানির দাম নির্ধারণ করতে হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে। গুলশানে পানির দাম ১৫ টাকা হলে যাত্রাবাড়ীতেও ১৫ টাকা!’
তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এ শহরে কত মানুষ থাকবে তা ডিজাইন করতে হবে। মানুষ আগে ঢাকায় থাকতো না, তবে এখন থাকে। ঢাকায় সবাই থাকবে না। লোকজন ঢাকায় আসবে আবার চলে যাবে। দেশের সব মানুষকে ঢাকায় রাখতে পারবো না। ২০ মিলিয়ন মানুষ ঢাকায় থাকে।’
তিনি আরও বলেন, ‘ঢাকায় যাতায়াত থাকলেও ঢাকার বাইরে থাকতে হবে। বিদেশের মতো আমাদেরও চিন্তা করতে হবে। এ সিদ্ধান্তে সবাইকে এগিয়ে আসতে হবে।’
ঢাকা বিজনেস/এম