চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ইউনিয়ন পরিষদের নির্বাচনের এ ভোটগ্রহণ। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা নির্বাচনী এলাকায় টহল জোরদার করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাস ইউনিয়নে ১৮টি কেন্দ্রে এবং জীবননগর উপজেলার উথলী, কেডিকে, মনোহরপুর, বাঁকা, হাসাদাহ ও রায়পুরের ৬টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
রিটার্নিং অফিসার কামরুল হাসান বলেন, ‘সব প্রস্ততি শেষে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করছেন। নির্বাচনের বিষয়ে কোনো ধরনের শঙ্কার কিছু নেই। ভোটাররা অবাধ ও নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’
আলমডাঙ্গা উপজেলার ২টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮১৫ জন। চেয়ারম্যান পদে সর্বমোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আইলহাঁস ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৪৫৮ জন। এ ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাগদাহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩৫৭ জন। এ ইউনিয়নে ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন।
জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ৮৩ হাজার ৭৮৫ জন এবং চেয়ারম্যান পদে সর্বমোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মনোহরপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৬১ জন। এ ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেডিকে ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৯৪ জন। এ ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উথলী ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৫৩ জন। এ ইউনিয়নে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রায়পুর ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১০ হাজার ২৭৬ জন। এ ইউনিয়নে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসাদাহ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮৫৬ জন। এ ইউনিয়নে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঁকা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৪৫ জন। এ ইউনিয়নে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিজান/এম