নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে। কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। তবে, কেরমাডেক দ্বীপপুঞ্জে উপকূল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা রয়েছে।
ইউনাইটেড স্ট্যাট জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্যমতে, ভূ-গর্ভের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎসস্থল।
নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস এবং সামগ্রিকভাবে এর আশপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক ‘রিং অব ফায়ার’-এর অংশ। এ অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটে। নিউজিল্যান্ডের ভৌগলিক অবস্থানের জন্যই দেশটি ভূমিকম্প প্রবণ। ফলে প্রতিবছরই বহুবার কেঁপে উঠে দেশটি।
ঢাকা বিজনেস/এম