মেয়াদ বাড়লো প্রভিশন ছাড়ের


ঢাকা বিজনেস ডেস্ক , : 16-03-2023

মেয়াদ বাড়লো প্রভিশন ছাড়ের

পুঁজিবাজারে সঞ্চিতি (প্রভিশনিং) সংক্রান্ত ছাড়ের মেয়াদ বাড়ানো হয়েছে। এর ফলে  ২০২৫ সাল পর্যন্ত এই সুবিধা পাবে ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো। মঙ্গলবার (১৪ মার্চ) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর ৮৫৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্টক ডিলার হিসাবে এবং মার্চেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে প্রভিশন সংক্রান্ত ঐচ্ছিক সুবিধা পাওয়া যাবে।

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com