যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বেশিরভাগ ব্যাংকের শেয়ারে পতন


ঢাকা বিজনেস ডেস্ক , : 16-03-2023

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বেশিরভাগ ব্যাংকের শেয়ারে পতন

যুক্তরাষ্ট্রের তিন ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্ব পুঁজিবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রায় সব ব্যাংকের শেয়ারে দরপতন হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারে বুধবার (১৫ মার্চ) ১৬ শতাংশ, ওয়েস্টার্ন অ্যালায়েন্স ব্যানকর্পের শেয়ারে ৮ শতাংশ এবং জেপি মর্গান অ্যান্ড কোম্পানির ৩ দশমিক ৫ শতাংশ পতন হয়েছে। এছাড়া প্যাসিফিক ওয়েস্টার্ন ব্যাংকের হোল্ডিং কোম্পানি প্যাসওয়েস্ট ব্যানক্রোপের শেয়ার দর পড়েছে ২৪ শতাংশ এবং ব্যাংক অব আমেরিকার দরপতন হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

এদিন, ক্রেডিট সুইচের ব্যাংকের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। শেয়ারটির দাম কমে দাঁড়ায় ১ দশমিক ৫৬ সুইচ ফ্রা।  

বুধবার আমেরিকার মাল্টিন্যাশনাল বিনিয়োগ কোম্পানির প্রধান নির্বাহী লরেন্স ফিঙ্ক সতর্ক করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকিং খাত ঝুঁকির মধ্যে রয়েছে। মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বাড়তে পারে সুদ হারেরও।’  

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com