রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ গ্রেপ্তার ২


বাগেরহাট সংবাদদাতা , : 15-03-2023

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ গ্রেপ্তার ২

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে আনসার ব্যাটালিয়ন-৩-এর অধিনায়ক চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মো. ইউসুফ শেখ (২৪) এবং আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে মো. ইমরুল গাজী (৩৫)।

আনসারদের সূত্রে জানা যায়, বুধবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে ওই ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজির অধিক কপার ক্যাবল, ১টি ক্যাবল কাটার ও ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়। 

এ বিষয়ে চন্দন দেবনাথ বলেন, ‘জব্দ মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করে রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘এ নিয়ে ২০২২ সালের মে মাস থেকে ৫৩টির অধিক অভিযানে প্রায় ৬৪ লাখ ৫৭ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল ও ৪৩ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’ 

বাপ্পা/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com