কোরবানিতে এখন আর বিদেশি গরুর প্রয়োজন হয় না : প্রাণিসম্পদমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 15-03-2023

কোরবানিতে এখন আর বিদেশি গরুর প্রয়োজন হয় না : প্রাণিসম্পদমন্ত্রী

দেশীয় পশুর ১০ ভাগের ১ ভাগও কোরবানিতে বিক্রী হয় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ.ম. রেজাউল করিম। তিনি বলেন, ‘কোরবানির পশুর জন্য এখন আর বিদেশি গরুর প্রয়োজন হয় না।’

বুধবার (১৫ মার্চ) সকালে জেলার নাজিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতলের উদ্যোগে আয়োজিত ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শ. ম রেজাউল বলেন, ‘আমাদের উৎপাদিত মাছ পৃথিবীর ৫২টা দেশে এবং প্রাণিসম্পদের মাংস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। কোরবানি এলে আগে ভারতের গরুর ওপর নির্ভর করতে হতো। আর এখন এ নির্ভরতা সম্পূর্ণ কেটে গেছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। আমরা ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, দুধে কাছাকাছি পৌঁছে গেছি।’

মন্ত্রী বলেন, ‘যারা শিক্ষিত বেকার চাকরির পেছনে ঘোরেন, তাদের একেকজনের যদি ১০টি ছাগল থাকে, ৫টি গাভী থাকে এবং সেখান থেকে গাভীর বাচ্চা হয়, দুধ হয়; সেখান থেকে যে আর্থিক সচ্ছলতা আসে, তাদের কিন্তু চাকরির  পেছনে ছুটতে হয় না।’

নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব চন্দ্র দাসের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুস সবুর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার ও নাজিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু।  

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]