চুরির অপবাদে দিনমজুরকে নির্যাতন: গ্রেপ্তার ৫


বাগেরহাট সংবাদদাতা , : 15-03-2023

চুরির অপবাদে দিনমজুরকে নির্যাতন: গ্রেপ্তার ৫

বাগেরহাটের মোল্লাহাটে শেখ মনিরুজ্জামান নামের এক দিনমজুরকে চুরির অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এ.এস.এম আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, বুধবার (১৫ মার্চ) সকালে মনিরুজ্জামানের বড় ভাই মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে মোল্লারহাট থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ঘোষগাতি এলাকার হেকমত শেখ এর ছেলে আরিফুল ইসলাম (২৬), একই এলাকার আবদুল হালিম শেখের ছেলে আবদুল গনি শেখ (৩৫), আহমদ শেখের ছেলে সালমান শেখ (২৭), নগরকান্দি এলাকার লায়েক শেখের ছেলে আকাশ শেখ (২৭) ও খুলনার রূপসা উপজেলার আলিমপুর এলাকার সিদ্দিক শেখের ছেলে মাহামুদ শেখ (২৮)।

এ.এস.এম আশরাফুল আলম বলেন,  ‘অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

উল্লেখ্য, গত শনিবার (১১ মার্চ) মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ঘোষগাতি বাজারে দিনমজুর মনিরুজ্জামানকে (৪২) চুরির অপবাদ দিয়ে নির্যাতন চালানো হয়। গুরুতর আহত অবস্থায় মনিরুজ্জামানকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপরে উন্নত চিৎকিসার জন্য গোপালগঞ্জে পাঠানো।  

 এদিকে, মনিরুজ্জামানকে নির্যাতনের দৃশ্য ভিডিওধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয় স্থানীয়রা। ওই ভিডিওতে মনিরুজ্জামানকে নির্যাতনের দৃশ্য দেখে ফেসবুকে স্থানীয়রা প্রতিবাদ জানান। 

 /ঢাকা বিজনেস/বাপ্পা/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com