অভিনেতা সমীর খাখর আর নেই


বিনোদন ডেস্ক , : 15-03-2023

অভিনেতা সমীর খাখর আর নেই

না ফেরার দেশে ভারতীয় অভিনেতা সমীর খাখর। বুধবার (১৫ মার্চ) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

অভিনেতার মৃত্যুর প্রসঙ্গে সমীর খাখরের ভাই গণেষ বলেন, 'গতকাল সকালে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বাসায় চিকিৎসক নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে রাখা হয়। শরীরের একাধিক অঙ্গই কাজ করছিল না তার। ভোর সাড়ে ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।'

প্রসঙ্গত, দীর্ঘ ৪ দশক টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সমীর খাখর। পাশাপাশি কাজ করেছেন গুজরাটি থিয়েটারেও। নয়া নুকড়, সার্কাস, নুকড়, মনোরঞ্জন, শ্রীমান শ্রীমতি ও আদালতের মতো সিরিয়ালে কাজ করেছেন তিনি। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সঞ্জীবনীতে। এতে তার সহ-অভিনয়শিল্পী ছিলেন সুরভী চন্দনা ও নমিত খান্না। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে, হাসি তো ফাসি, প্যাটেল কি পাঞ্জাবি শাদি, পুষ্পক, পরিন্দা, শাহেনশাহ, দিলবার প্রভৃতি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com