এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা


ঢাকা বিজনেস ডেস্ক , : 15-03-2023

এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা

সোশ্যাল মিডিয়া ফেসবুক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মেটা আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।  মঙ্গলবার (১৪ মার্চ)  মেটার পক্ষা থেকে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  ব্যয় কমাতেই মেটা এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে মেটা।  এর আগে, ২০২২ সালের নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। এবার দ্বিতীয় দফা গণছাঁটাইয়ের ঘোষণা দিলো মেটা। 

২০২০ সালে মেটা দ্বিগুণ নিয়োগ দিয়েছিল। প্রতিষ্ঠানটিতে বর্তমানে  ৫ হাজার শূন্য পদ রয়েছে।  

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘এ ছাঁটাই হবে কঠিন। দশ হাজার কর্মী বাদ দেওয়া হবে। এছাড়া কোম্পানির ৫ হাজার শূন্য পদে কর্মী নিয়োগও বন্ধ থাকবে।’

কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে জাকারবার্গ বলেন, ‘২০২২ সালে কোম্পানির আয় কমে যায়। এটি ছিল একটি সতর্ক সংকেত।’

২০২২ সালের ডিসেম্বরে ২০২১ সালের তুলনায় আয় ৪ শতাংশ কমে যাওয়ার কথা ঘোষণা করেছিল মেটা। যদিও বছরজুড়ে ২৩ বিলিয়ন ডলারের বেশি মুনাফা করেছিল।

জাকারবার্গ বলেন, ‘এপ্রিলের শেষ দিকে ছাঁটাই শুরু হবে। অল্প কিছু ক্ষেত্রে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে বছরের শেষ পর্যন্ত সময় লাগতে পারে।’

ঢাকা বিজনেস/এনই/  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com