রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা


কক্সবাজার সংবাদদাতা , : 15-03-2023

রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ রশিদ (৩৫)। বুধবার (১৫ মার্চ) ভোরে বালুখালী ৮/ওয়েস্ট রোহিঙ্গা ক‍্যাম্পে এই ঘটনা ঘটে। ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত মোহাম্মদ রশিদ স্বেচ্ছাসেবক বালুখালী ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফারুক আহমেদ বলেন, ‘এনজিও অফিসে রাতে ডিউটি করে তার নিজ শেডে যাওয়ার সময়  মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়। সন্ত্রাসীরা তার মাথায় ও পিঠে গুলি করে। সন্ত্রাসীরা তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে রাখা হয়েছে।’

ঢাকা বিজনেস/ আনাম /এনই/ 

 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com