শত উইকেটের মাইলফলক অর্জন মোস্তাফিজের


ঢাকা বিজনেস ডেস্ক , : 14-03-2023

শত উইকেটের মাইলফলক অর্জন মোস্তাফিজের

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে শত উইকেটের মাইলফলক অর্জন করলেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তিনি এই অর্জন করেন।

দারুণভাবে জয়ের বন্দরের দিকে যাচ্ছিল ইংল্যান্ড। অবশেষে ১৪তম ওভারে মোস্তাফিজুর রহমান আঘাত হানেন। ভেঙেছেন ৭৬ বলে ৯৫ রানের ঝোড়ো জুটি। ৪৭ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৩ রান করে উইকেটরক্ষকের ক্যাচ হয়েছেন মালান। এতে শত উইকেটের মাইলফলক হয় মোস্তাফিজের। 

পরের বলে আরও একটি উইকেট। এবার মেহেদি হাসান মিরাজের সরাসরি থ্রোতে রানআউট আরেক সেট ব্যাটার জস বাটলার (৩১ বলে ৪০)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১০৮ রান।

বিপিএলে দারুণ খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ। তাকেই প্রথম ওভারটা করার দায়িত্ব দিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

তানভীর অধিনায়কের আস্থার প্রতিদানটাও দিলেন প্রথম ওভারেই। ইনিংসের তৃতীয় বলে তিনি স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ফিল সল্টকে (০)। ৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]