কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীর অ্যাডভোকেটশিপ অর্জন


ঢাকা বিজনেস ডেস্ক , : 14-03-2023

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীর অ্যাডভোকেটশিপ অর্জন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রথম ব্যাচের ১৭ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিল এনরুলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশিপ লাভ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য অ্যাডভোকেটশিপ প্রাপ্ত আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী নূরে আলম সিদ্দিকী।

সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. জায়েদ বিন খলিল, মো. আরিফুল হক মিঠু, মো. নুরে আলম সিদ্দিকী, মো. মাসুদ রানা (সজল), মো. আসাদুল্লাহ (তারিফ), মো. মোজাম্মেল হক, মো. হাবিবুল্লাহ বেলালী, মো. আল মামুন, মোছা. রুনা আক্তার, মোছা. মাহমুদা জান্নাত, মোছা. সুমাইয়া জান্নাত পলি, মোছা. তানিয়া আক্তার, হোসাইন আহমদ, মো.আল মামুন, মোছা. তানিয়া আক্তার, মোছা. তমা আক্তার ও মোছা. পানশি ইসলাম।

নিজ অনুভূতি জানিয়ে আসাদুল্লাহ আল তারিফ বলেন, ‘আমরা কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের দশম আবর্তন। কিন্তু আইন ও বিচার বিভাগের প্রথম আবর্তন। তাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনটা ছিল এক কথায় অভিভাবক শূণ্য। শিক্ষকরাও নতুন, এদিকে আমাদের কোনো বড় ভাইও ছিল না। আমাদের একটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু বাধা বিপত্তি কাটিয়ে আমরা এখন সফল। স্যাররা তাদের চাকরি জীবন আমাদের থেকে শুরু করেছেন। তারা আমাদের জন্য যথেষ্ট কষ্ট ও পরিশ্রম করেছে।। আমরা তাদের এই কষ্টের প্রতিদান দিতে পেরেছি কিছুটা।'

প্রথমবারের মত পরীক্ষা দিয়ে অ্যাডভোকেটশিপ প্রাপ্ত শিক্ষার্থী নুরে আলম সিদ্দিকী তার অনুভূতি জানিয়ে বলেন, ‘ প্রথমবার পরীক্ষা দিয়েই অ্যাডভোকেটশিপ প্রাপ্ত হয়েছি। খুবই ভালো লাগছে। আইনে পড়লে সবারই স্বপ্ন থেকে অ্যাডভোকেটশিপ পাওয়ার। আমরা যারা তরুণ প্রজন্ম অ্যাডভোকেটশিপ পেয়ে অনুশীলনের সুযোগ পাচ্ছি, আমরা আশা করি কোর্টের যে অনুশীলন আরও উন্নত হবে।'

এই বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আহসান কবির বলেন, 'তারা আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থী। প্রথমদিকে আমাদের বিভাগের বিভিন্ন সংকট ছিল। এত এত সংকট থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের এই অর্জন সত্যিই প্রশংসনীয়। তাদের এই সফলতা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। তাদের এই অর্জন পরবর্তীদের অনুপ্রাণিত করবে। আইন ও বিচার বিভাগ আরও সামনে এগিয়ে যাবে এবং সফলতার এই ধারা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছি।'

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায়ও সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মোছা. সুমাইয়া জান্নাত পলি ও মোছা. তানিয়া আক্তার।

ঢাকা বিজনেস/বেগ/এন/  


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]