বলিউডের আলোচিত-সমালোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিন। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত বলিউডের এই মির্চি গার্ল।
মাস কয়েক আগে আদিল দুরানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বছর না ঘুরতেই দেখা দিয়েছে দাম্পত্যের টানাপোড়েন।
বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি ও পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল দুরানির নামে মামলা করেন রাখি। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন আদিল।
কয়েক মাস আগে জানা যায়, আদিলকে বিয়ে করেছেন রাখি সাওয়ান্ত। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া রাখি-আদিলের বিয়ের কিছু কাগজপত্র থেকে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাখি। শুরুতে এ বিষয়ে কিছু বলেননি তিনি। সম্প্রতি রাখি পরিষ্কারভাবে জানান, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।
কয়েক দিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস। রমজান মাসের পরিকল্পনা জানিয়ে রাখি বলেন, ‘পুরো রমজান মাসের বিষয়ে সতর্ক থাকব। এ সময়ে জিমে যাব না। সারা দিন না খেয়ে থাকতে হবে। পুরো রমজানে নামাজ পড়ব।’
ওমরাহ করতে সৌদি আরবে যেতে চান রাখি সাওয়ান্ত। এজন্য এফিডেভিট করাতে দিয়েছেন। এসব তথ্য জানিয়ে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমি সঠিকভাবে রোজা পালন করতে চাই; যাতে আমার পাপমোচন হয়। রমজানে ওমরাহ করতে যেতে পারলে আমার ভাগ্য খুলে যাবে। ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তারপরও জানি না এফিডেভিট করাতে পারব কিনা।’
প্রসঙ্গত, গত বছরের ২৯ মে ইসলামি নিয়ম মেনে বিয়ে করেন রাখি ও আদিল। বিষয়টি নিকাহনামায় উল্লেখ রয়েছে বলে জানা গেছে। সূত্র:টাইমস ইন্ডিয়া
ঢাকা বিজনেস/এন/