২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করলো ইরান


আন্তর্জাতিক ডেস্ক , : 14-03-2023

২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করলো ইরান

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২০০০ জনকে ক্ষমা করছে দেশটির বিচারিক কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে এক কুর্দি তরুণীর মৃত্যুর পর সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন তারা।   

সোমবার (১৩ মার্চ) রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ দেশটির বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই এর বরাত দিয়ে এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের প্রথমদিকে বলা হয়েছিল যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রতিবাদগুলো থেকে গ্রেপ্তার করা ভিন্নমতাবলম্বীসহ ‘প্রায় লাখো’ কারাবন্দিকে ক্ষমা করেছেন। 

গোলাম হোসেইন বলেন, ‌‘এ পর্যন্ত ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে। এদের মধ্যে ২২ হাজার জন সরকারবিরোধী প্রতিবাদে অংশ নিয়েছিলেন।’

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে এক কুর্দি তরুণীর মৃত্যুর পর দেশটিজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে ইরানের সব ধরনের সব স্তরের মানুষ অংশ নেয়। 

বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, ওই বিক্ষোভ চলাকালে পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। যাদের মধ্যে অন্তত ৭০ জন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। প্রায় ২০ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে নানা অপরাধে দোষীসাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরই মধ্যে অন্তত পাঁচ জনের ফাঁসি কার্যকরও হয়েছে।

ঢাকা বিজনেস/এম

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com