বিজয় প্রসঙ্গে মুখ খুললেন তামান্না


বিনোদন ডেস্ক , : 13-03-2023

বিজয় প্রসঙ্গে মুখ খুললেন তামান্না

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে যে, জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মার মধ্যে চলছে প্রেমের সম্পর্ক।

দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। একাধিকবার দুজনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন দুজনেই। এবার এই প্রসঙ্গে সরাসরি কথা বলেছেন তামান্না।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘আমরা একসঙ্গে একটি চলচ্চিত্র করেছি। এতে করেই এমন গুজব চারিদিকে শুরু হয়েছে। যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের কাছে সবকিছু স্পষ্ট করার কোনো প্রয়োজন দেখছি না। এগুলো শুধুই গুজব। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।’

প্রসঙ্গত, সম্প্রতি ‘বাহুবলী’, ‘বাহুবলী-২’, ‘সে রা নরসিমা রেড্ডি’র মতো বিগ বাজেটের চলচ্চিত্রে দেখা গেছে তামান্নাকে।  তার পরবর্তীতে সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়াও বেশ কিছু বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র হাতে রয়েছে অভিনেত্রীর।সূত্র : হিন্দুস্তান টাইমস

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com