রোজায় সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চলবে সময়সূচিতে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হবে। চলবে সাড়ে ৩টা পর্যন্ত। এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে। সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, আদালত ও ব্যাংক, বিমাসহ বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময়সূচি তাদের নিজস্ব সুবিধামতো নির্ধারণ করবে।
ঢাকা বিজনেস/এনই/