১৭ মার্চ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ


ঢাকা বিজনেস ডেস্ক , : 13-03-2023

১৭ মার্চ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামী ১৭ মার্চ। ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।  রোববার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক  প্রজ্ঞাপনে  এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দিবসটি উদযাপনে ১৭ মার্চ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার জন্মদিনে জাতীয় শিশু দিবস পালন করা হয়।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]