আজ শ্রেয়ার ঘোষালের জন্মদিন


বিনোদন ডেস্ক , : 12-03-2023

আজ শ্রেয়ার ঘোষালের জন্মদিন

দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। আজ এই কোকিলকণ্ঠীর ৩৮ তম জন্মদিন। ১৯৮৪ সালের ১২ই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন গুণী এই সঙ্গীতশিল্পী।



ছোটবেলা থেকেই কণ্ঠশিল্পী হওয়ার স্বপ্ন দেখেন শ্রেয়া। স্বপ্ন পূরণের লক্ষ্যে মাত্র ৪ বছর বয়সেই শুরু করেন সঙ্গীতের তালিম নেওয়া। ৬ বছর বয়সে শাস্ত্রীয় সঙ্গীতে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন তিনি। পরে ২০০২ সালে ১৬ বছর বয়সে জিটিভির সারেগামাপা সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী হন শ্রেয়া।

হিন্দি ভাষা ছাড়াও বাংলা, তামিল, মারাঠি,কন্নড়, মালয়ালম, নেপালি,ওড়িয়া,ভোজপুরি, তেলুগু, গুজরাতি, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় একাধিক গান গেয়েছেন তিনি।


নির্মাতা সঞ্জয় লীলা ভান্সালীর ‘দেবদাস’ চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন শ্রেয়া। এই ছবির গানে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার আরডি বর্মণ পুরস্কারও অর্জন করেন শ্রেয়া।

এছাড়া ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৪ বার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ২ বার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ৭ বার ফিল্মফেয়ার পুরস্কার, ও ১০ বার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন এই সঙ্গীতশিল্পী।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com