অনিশ্চিত শাকিবের ‘শের খান’এর শুটিং


বিনোদন ডেস্ক , : 12-03-2023

অনিশ্চিত শাকিবের ‘শের খান’এর শুটিং

ঢালিউড সুপারস্টার শাকিব খান। গেলো কয়েক বছরে একাধিক সিনেমার ঘোষণা দিয়েছিলেন এই তারকা। তবে, সিনেমাগুলো ঘোষণাতেই আটকে রয়েছে। তার ঘোষণায় সর্বশেষ যোগ হয়েছিল ‘শের খান’ সিনেমাটি। 

২০২২ সালের নভেম্বরে শাকিব তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এক ভিডিও বার্তায় এই অভিনেতা বলেছিলেন-চমক নিয়ে ফিরবেন পর্দায়। একাধিকবার শুটিং ডেট পরিবর্তন করে সর্বশেষ জানিয়েছিলেন, সিনেমাটির শুটিং শুরু হবে মার্চে।

তবে, নানা কারণে ‘শের খান’ সিনেমার শুটিং মার্চে করা সম্ভব হচ্ছে না। কবে শুরু হবে সে বিষয়টিও চূড়ান্ত নয়। ছবিটির প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি। ‘শের খান’ ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ করছেন সানী সানোয়ার।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com