ওটিটিতে মুক্তি পাবে ‘পাঠান’


বিনোদন ডেস্ক , : 12-03-2023

ওটিটিতে মুক্তি পাবে ‘পাঠান’

চলতি বছরে ব্যবসাসফল সিনেমা ‘পাঠান’। নানা সমালোচনার মধ্যেও রেকর্ড গড়েছে ছবিটি। সারাবিশ্বে প্রশংসিত হয়েছে শাহরুখ অভিনীত ‘পাঠান’। দীর্ঘ বিরতির পর সাফল্যের চূড়ায় বলিউড বাদশাহ।

বক্স অফিসে ঝড় তুলেছে ‘পাঠান’। হাজার কোটির ঘর ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছেন ছবির নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। এবার, প্রেক্ষাগৃহের পর ওটিটিতেও মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’।

আগামী ২৫ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। সেই সঙ্গে এতে সেন্সরকৃত দৃশ্যসহ পুরো ছবি দেখা যাবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, 'পাঠানের একটি দৃশ্য, যেটা প্রেক্ষাগৃহে চলাকালীন দেখানো হয়নি, হয়তো ওটিটিতে সেটা দেখা যাবে।'

চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। মুক্তির পর শুরু থেকে শেষ দিন পর্যন্ত হাউসফুল হলগুলো। এখনও অনেক হলেই চলছে ছবিটি।সূত্র:আনন্দবাজার

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com