মনোস্পুল পেপারের সঙ্গে একীভূতের অনুমোদন পেলো পার্ল পেপার


স্টাফ রিপোর্টার , : 12-03-2023

মনোস্পুল পেপারের সঙ্গে একীভূতের অনুমোদন পেলো পার্ল পেপার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে একীভূত হওয়ার অনুমোদন পেয়েছে পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। বিডি মনোস্পুলের পর্ষদ এই একীভূত করণের অনুমতি দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে জানা গেছে,  উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ একীভূতকরণের বিষয়টি অনুমোদন করেছে।

এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যাংক, ক্রেডিটরস ও শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে একীভূত হতে পারবে  এই দুই কোম্পানি।

ঢাকা বিজনেস/তারেক/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com