ওটিটি'তে আসছে ‘মারকিউলিস’


বিনোদন ডেস্ক , : 11-03-2023

ওটিটি'তে আসছে ‘মারকিউলিস’

বর্তমানে দর্শক ওয়েব সিরিজেই মনোনিবেশ করছে। আর দর্শকদের এই চাহিদায় তাল মিলিয়েছে নির্মাতা ও শিল্পীরাও। ইতোপূর্বে, বেশ কয়েকটি সিরিজ জনপ্রিয় হয়েছে। এবার সত্য ঘটনা অবলম্বনে আসছে ওয়েব সিরিজ ‘মারকিউলিস’।

সিরিজটি নির্মান করেছেন আবু শাহেদ ইমন। এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত হয়েছে  ‘মারকিউলিস’। এতে অভিনয় করেছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও।

সিরিজে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, মিলি বাশার, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, পৌষালী অথৈ, অশোক বেপারীসহ অনেকেই।

এর আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পেয়েছে দর্শক। এবার তাকে অভিনয়ে দেখতে পাবেন ভক্ত-অনুরাগীরা।

চরকিতে প্রথম কাজ করার প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘মারকিউলিস একটা রাষ্ট্রযন্ত্রের সিস্টেমের কথা বলে। ছবির সব চরিত্রগুলোর বিভিন্ন ডাইমেনশন রয়েছে। আমার চরিত্রটিও খুবই ইন্টারেস্টিং ছিল। শাহেদ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ সব মিলিয়ে ভালো ছিল।

এই প্রথম ওয়েব সিরিজ নিয়ে পর্দায় আসছেন সাবিলা নূর। তিনি বলেন, 'সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একেবারেই ভিন্ন এক লুকে পর্দায় দর্শকরা দেখতে পাবেন আমাকে। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সাল করার পর শুটিং করেছি আমি। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। সিরিজটি দেখা ও দর্শক প্রতিক্রিয়ার জন্য আমি নিজেও অপেক্ষায় আছি। আর মুক্তির পরে দর্শকদের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে।'

নির্মাতা আবু শাহেদ ইমন বলেন, 'এটি মূলত একটি মেয়ের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। যে মেয়েটি তার প্রেমিকের হাতে খুন হন। সিরিজটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন খুব সাধারণ দর্শকরাও এটা উপভোগ করতে পারেন।' শীঘ্রই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। 

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]