নিঃসন্তান থাকার কারণ জানালেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক , : 11-03-2023

নিঃসন্তান থাকার কারণ জানালেন অভিনেত্রী

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ঝুলকা। বলিউডের সুপারস্টারদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অনেক সিনেমা। সালমান খান, অক্ষয় কুমার, আমির খানের মত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০০৩ সালে সমীর ভাশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ ২০ বছর ধরে সংসার করছেন তিনি।

তবে, দাম্পত্য জীবনের ২০ বছর কেটে গেলেও এখনো নিঃসন্তান রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি সেই কারণ জানালেন তিনি নিজেই।

অভিনেত্রী বলেন, 'কখনো বিয়েই করতে চাইনি আমি। অতীতের সম্পর্কগুলোর অভিজ্ঞতা একেবারেই ভালো না থাকায় সম্পর্কের ওপরে আস্থা হারিয়ে ফেলি। বাড়িতে সিদ্ধান্তের কথা জানালে পরিবারও আপত্তি জানায়নি।

আয়েশা আরও বলেন, 'সমীরের সঙ্গে পরিচয়ের পর দু'জনের মধ্যে রসায়ন ভালই জমে যায়। কিন্তু মা হতে চাইনি কোনো দিন। জীবনে অনেক কঠিন সময় পেরিয়ে এসেছি। আমার মা না হওয়ার সিদ্ধান্ত দু’জনে মিলেই নিয়েছি। আর এই নিয়ে কোনো মতবিরোধ নেই আমাদের মধ্যে।' তবে বিয়ের পরেই নিজ ইচ্ছায় অভিনয় জগত থেকে সরে আসেন বলে জানান এই অভিনেত্রী।

নিজে নিঃসন্তান থাকলেও গুজরাটের এক গ্রামের ১৬০টি বাচ্চা দত্তক নিয়েছেন আয়েশা। সেই বাচ্চাদের সকল দায়িত্ব পালন করেন অভিনেত্রী ও তার স্বামী। মাঝেমধ্যেই সেখানে গিয়ে বাচ্চাদের দেখাশোনা করেন তিনি।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com