হাওরে বিষ, পাখির সঙ্গে মরছে খামারিদের হাঁস


তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা , : 10-03-2023

হাওরে বিষ, পাখির সঙ্গে মরছে খামারিদের হাঁস

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে শিকারিদের ছিটানো বিষে পরীযায়ী পাখি (অতিথি পাখি) সঙ্গে খামারিদের হাঁস মারা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। খামারিরা বলছেন, কয়েকদিন যাবত হাওরের বিষযুক্ত মাছ খেলেই হাঁস মারা যাচ্ছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, টাঙ্গুয়া হাওরে বিলগুলোর পানি কমে যাওয়ায় পাখি শিকারীরা প্রতিদিন সন্ধ্যাবেলায় বিষ ছিটিয়ে রাখেন। রাতে খাদ্যের সন্ধানে আসা পরিযায়ী পাখি বিলে পড়ে মারা যায়। মারা যাওয়া পাখিগুলো শিকারিরা বিভিন্ন স্থানে বিক্রি করেন। এদিকে, দিনের বেলা খাদ্যের সন্ধানে খামারিদের পালিত হাঁস বিলগুলোতে গেলে দিন শেষে প্রায় অর্ধেক হাঁসই মৃত পাওয়া যায়।

টাঙ্গুয়া হাওরপাড়ের গ্রাম ছিরিয়ারগাঁও। এ গ্রামের হাঁসের খামারি নূর আলম। তিনি বলেন, ‘আমার খামারে ৬০০ হাঁস ছিল। বুধবার সকালে হাওরে নিয়ে যাওয়ার পর হাঁস মরতে মরতে আমার এখন ২০০ হাঁস রয়েছে। যেগুলো আছে সেগুলোও এখন মরার মতো।’ 

গোলাবাড়ি গ্রামের খসরুল আলম বলেন, ‘হাওরে পাখি শিকারিরা নতুন কৌশল নিয়েছেন। তারা আগে পাখি শিকার করতেন ফাঁদ পেতে। এখন বিষ দিয়ে পাখি মারছেন। যা হাওরের মাছ ও পশু-পাখির জন্য হুমকি।’

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা এ বিষয়ে বলেন, ‘বিষ দিয়ে পাখি মারা গুরুতর অন্যায় কাজ। যারা এ কাজটি করছে, খোঁজ নিয়ে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’ 

তানভীর/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com