২৭ বলে হাফ সেঞ্চুরি শান্তর


ক্রীড়া ডেস্ক , : 09-03-2023

২৭ বলে হাফ সেঞ্চুরি শান্তর

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হয়। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে ছিল ইংল্যান্ড। সব ওভার খেলে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১৫৬ রান। ১৫৭ রানের লক্ষ্য পূরণে ব্যাটিং করছে বাংলাদেশ। এদিকে, সিরিজের প্রথম ম্যাচেই ২৭ বলে ৫০ রান করেছেন শান্ত। ৩০ বলে ৫১ রান করে আউট হয়েছেন তিনি।   

ইনিংসে টাইগারদের হয়ে ওপেনিং জুটিতে নেমেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। তারা ৩৩ রান করে আউট হয়েছেন। এখন পর্যন্ত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১২ রান। লক্ষ্য তাড়ায় যেন বাংলাদেশ উড়ছে।  

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছে সাকিবের দল। অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। আর ৮ বছর পর দলে ফেরা রনি একাদশেও জায়গা করে নিয়েছেন। প্রায় দেড় বছর পর খেলছেন শামীম পাটোয়ারী। 

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com