‘রমজানের আগেই ১ কোটি পরিবার পাবে টিসিবি পণ্য’


স্টাফ রিপোর্টার , : 09-03-2023

‘রমজানের আগেই ১ কোটি পরিবার পাবে টিসিবি পণ্য’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রমজান মাসের আগেই ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‌‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়ায় আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

এ সময় আগামীতে ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]