ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়ে সরেজমিনে জানতে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতা ও স্পিকার রিপাবলিকান কেভিন ম্যাক কারথিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে, পরিস্থিতি বোঝার জন্য তার ইউক্রেন সফরের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাক কারথি বলেন, ‘পরিস্থিতি বোঝার জন্যে আমার ইউক্রেন সফরের প্রয়োজন নেই।’
কিয়েভ যুদ্ধে সহায়তার প্রচেষ্টা নিয়ে মার্কিন কংগ্রেসে বিশেষ করে রক্ষণশীলদের মধ্যে সন্দেহ দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেভিন ম্যাক কারথিকে কিয়েভ সফরের এই আমন্ত্রণ জানান।
জেলেনস্কি বলেন, ‘এখানে কী ঘটছে, আমরা এখানে কিভাবে কাজ করি, যুদ্ধে আমাদের কী ক্ষতি হচ্ছে, কারা যুদ্ধ করছে, এসব দেখার জন্যে ম্যাক কারথির এখানে আসা দরকার। এখানে এসে সব দেখার পর আপনি বুঝতে পারবেন।’
প্রসঙ্গত, ইউক্রেনে রুশ হামলার শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে প্রায় একশ বিলিয়ন মার্কিন ডলার সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে।
ঢাকা বিজনেস/এম