রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সাড়া দিচ্ছে না: প্রধানমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 08-03-2023

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সাড়া দিচ্ছে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘ঢাকা সমস্যা সমাধানে আলোচনা চালিয়ে গেলেও মিয়ানমার রোহিঙ্গাদের  ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সাড়া দিচ্ছে না।’ বুধবার (৮ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি এসব কথা বলেন।

কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি৫) ফাঁকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি  ও তাদের ভবিষ্যৎ নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। 

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক অগ্নিকাণ্ড এবং পরিস্থিতির উন্নতির বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে যখন রোহিঙ্গা নিপীড়ন শুরু হয়, রোহিঙ্গারা নির্যাতন, হত্যা ও ধর্ষণের শিকারহয়। তখন আমরা তাদের জন্য দুঃখ অনুভব করেছি। এরপর আমরা সীমান্ত  খুলে দিয়েছি। আমরা তাদের আসতে দিয়েছি। এছাড়াও, আমরা মানবিক দিক বিবেচনা করে তাদের সবার জন্য আশ্রয় ও চিকিৎসা দেই।’

প্রধানমন্ত্রী  আরও বলেন, ‘আমরা মিয়ানমারের সঙ্গে কথা বলতে শুরু করি। তাদের বলি, আপনারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিন। দুর্ভাগ্যক্রমে তারা ইতিবাচক সাড়া দিচ্ছে না। রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে।’তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু এটা সত্যিই খুব কঠিন। আমরা তাদের জন্য আলাদা জায়গায় থাকার ব্যবস্থা করেছি। ভাসান চর একটি ভালো জায়গা, থাকার জন্য ভালো জায়গা। আমরা সেখানে শিশুদের জন্য ভালো থাকার ব্যবস্থা ব্যবস্থা করেছি।’

রোহিঙ্গা শিবিরে জীবনযাত্রার পরিস্থিতি এবং আগুনে ১২ হাজারের বেশি রোহিঙ্গার আশ্রয় হারানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। তারা (রোহিঙ্গারা) একে অন্যের সঙ্গে লড়াইরত। তারা মাদক, অস্ত্র ও মানবপাচারসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত। তারা নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত রয়েছে।’ 

শেখ হাসিনা বলেন, ‘ইউক্রেন যুদ্ধ ও দেশটির শরণার্থীদের কারণে রোহিঙ্গা সংকট থেকে বিশ্বের মনোযোগ সরে গেছে। পুরো ফোকাস  এখন  ইউক্রেন-যুদ্ধ ও ইউক্রেন থেকে আসা শরণার্থীদের দিকে। এ কারণে রোহিঙ্গা পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।’

আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি গ্রহণ করেন। সাক্ষাৎকারের একটি সংক্ষিপ্ত অংশ ইতিমধ্যেই সম্প্রচার করা হয়েছে। পূর্ণাঙ্গ সাক্ষাৎকার ১১ মার্চ(শনিবার) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে  আল জাজিরায় সম্প্রচার করা হবে।  সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]