নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার হুমকি ইউরোপ মেনে নেবে না: ইইউ-প্রধান


ঢাকা বিজনেস ডেস্ক , : 08-03-2023

নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার হুমকি ইউরোপ মেনে নেবে না: ইইউ-প্রধান

ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করার আহ্বান জানিয়েছেন  ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। তিনি বলেন, নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার  হুমকি ইউরোপ কখনো মেনে নেবে না।  মঙ্গলবার (৭মার্চ) কানাডার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন।  ফরাসি বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করতে ইইউ-প্রধান বর্তমানে কানাডা সফর করছেন।  

ইইউ-প্রধান বলেন, ‘আন্তর্জাতিক সীমান্তজুড়ে ট্যাংক ব্যবহার করে সাম্রাজ্য গড়ার পরিকল্পনা নেওয়া কোনো সামরিক শক্তিকে আমরা মেনে নেবো না।’তিনি বলেন, ‘২৭টি দেশকে নিয়ে গঠিত এই জোট ইউরোপীয় নিরাপত্তা এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল ভিত্তির ক্ষেত্রে এই হুমকি কখনো মেনে নেওয়া যায় না।’

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ভন ডের লিয়েন ইউক্রেনের নারী সৈন্যদের প্রশংসা করেন।  

ইইউ-প্রধান বলেন, ‘ইউক্রেনে রাশিয়া তাদের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালাচ্ছে। এটি কেবল ইউক্রেনের যুদ্ধ নয়। এটি মানবাধিকারের বিরুদ্ধেও একটি যুদ্ধ। এটি নারীর অধিকারের বিরুদ্ধে যুদ্ধ।’ তিনি বলেন, ‘ইউক্রেনীয় নারীরা পাল্টা লড়াই করছে।’ 

 ভন ডের লিয়েন বলেন, ‘যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন সামরিক বাহিনীতে কর্মরত নারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।’ তিনি বলেন, ‘এই নারীরা রাশিয়ান হানাদারদের মাথার ওপরে কাঁচের ছাদও ভেঙে দিয়েছে।’

 ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]