অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করতে আরও সক্রিয় হোন: প্রধানমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 07-03-2023

অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করতে আরও সক্রিয় হোন: প্রধানমন্ত্রী

অর্থনৈতিক কূটনীতি জোরদার করার ওপর কূটনীতিকের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি আপনাদের অর্থনৈতিক কূটনীতিকেও শক্তিশালী করতে সক্রিয় হতে হবে।’ সোমবার (৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় কাতারে  অবস্থানকালীন ভবনে আঞ্চলিক দূত সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 

সম্মেলনে মধ্য প্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকরা যোগ দেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্যতা অর্জন করতে যাচ্ছে। এজন্য সে সব দেশের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন, যেখানে বাংলাদেশ  ব্যবসা-বাণিজ্য বাড়াতে হবে।’ তিনি বলেন, ‘আপনাদের চোখ খোলা রেখে সব দেশের সঙ্গে আলোচনা ও সমঝোতা করতে হবে। তাহলে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা টিকে থাকতে পারবো। অবশেষে উন্নত দেশ হিসেবে যোগ্যতা অর্জন করতে পারবো।’

কূটনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় কূটনীতি একটি রাজনৈতিক বিষয় ছিল। এখন এটি অর্থনৈতিক বিষয়, মানে অর্থনৈতিক কূটনীতি। তাই যারা বিভিন্ন দেশে কাজ করছেন, তাদের সেই দেশগুলোকে চিহ্নিত করতে হবে, যেখানে আমরা বাণিজ্য ও ব্যবসা করতে পারি। ’

প্রধানমন্ত্রী বলেন,  ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে এটি অত্যন্ত প্রয়োজনীয়।

যেসব দেশে আমাদের পণ্যের চাহিদা আছে এবং যেখানে বিপণনের সুযোগ আছে, সে সব দেশকে চিহ্নিত করুন’।

বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হচ্ছে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।’তিনি বলেন, ‘অন্তত আমি দাবি করতে পারি যে, বাংলাদেশ সঠিকভাবে এই নীতি অনুসরণ করছে।’সূত্র: বাসস 

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com