জাকিরের সেঞ্চুরিতে ভর করে ২৭২ রানে বাংলাদেশ


ঢাকা বিজনেস রিপোর্ট , : 18-12-2022

জাকিরের সেঞ্চুরিতে ভর করে ২৭২ রানে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনে ব্যাটিং করেছে টাইগাররা। ওপেনিংয়ে নেমেছিলেন শান্ত ও জাকির। তারপর চলে গেছে ৬ উইকেট। শেষ পর্যন্ত জাকির ২২৩ বলে ১০০ রান নিয়েছিলেন। দিন শেষে ১০২ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭২ রানে।

চতুর্থ বাংলাদেশি ওপেনার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন জাকির হাসান। চতুর্থ দিনে তৃতীয় সেশনে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন বাঁহাতি এই ব্যাটার।

বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৫১৩ রানের। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। অর্থাৎ এই টেস্টে জিততে হলে টাইগারদের বিশ্বরেকর্ড গড়তে হবে।

তারপরও আশা বেঁচে রয়েছে বাংলাদেশের। স্বীকৃত ব্যাটারদের শেষ জুটি সাকিব আল হাসান আর মেহেদি মিরাজ চট্টগ্রাম টেস্টে লড়াই টিকিয়ে রেখেছেন পঞ্চম ও শেষ দিন পর্যন্ত।

৬ উইকেটে ২৭২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা। সাকিব ৪০ আর মিরাজ ৯ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ২৪১ রান। কার্যত এই ম্যাচ বাঁচানো বা জয়ের চেষ্টা করা প্রায় অসম্ভব।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com