জাহাজ থেকে বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য খালাস শুরু


বাগেরহাট সংবাদদাতা , : 05-03-2023

জাহাজ থেকে বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য খালাস শুরু

বিদেশি জাহাজ এম.ভি হাইডং থেকে বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য খালাস শুরু হয়েছে। রোববার (৫ মার্চ) বেলা ২টা থেকে মোংলাবন্দরের ৮ নম্বর জেটিতে এসব পণ্য খালাস শুরু হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বন্দরে নোঙ্গর করে জাহাজটি। স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামানে এ তথ্য নিশ্চিত করেন।

কোম্পানি ব্যবস্থাপক জানান, বেলা ২টা থেকে জাহাজটির পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। এরপর নদীপথে এ পণ্য নেওয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোতে। জাহাজটি ৭মার্চ মোংলাবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

মোংলাবন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানান, গত ২৪ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর স্ট্রাকচারের পণ্য নিয়ে ছেড়ে আসে ভিয়েতনামী পতাকাবাহী জাহাজ এম.ভি হাইডং-০৯।  এই জাহাজে ১৭১ প্যাকেজের ১ হাজার ৫৫৬ মেট্রিক টন পণ্য রয়েছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু রেলসেতুর ৩ হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টনের ২৩০ প্যাকেজের স্টিলের পাইপ ও মেশিনারি পণ্য নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এম.ভি জুপিটার মোংলা বন্দরে আসে।

 ঢাকা বিজনেস/বাপ্পা/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]