সায়েন্সল্যাবে এসি বিস্ফোরণে ভবনের দেয়াল ধস-আগুন


স্টাফ রিপোর্টার , : 05-03-2023

সায়েন্সল্যাবে এসি বিস্ফোরণে ভবনের দেয়াল ধস-আগুন

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে এসি বিস্ফোরণ ঘটেছে। এতে আগুন লেগেছে ও  ভবনের একটি দেয়াল ধসে পড়েছে। তবে, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

রোববার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা কলেজের পাশের একটি ভবনে এ ঘটনা ঘটে।

পলাশি ব্যারাক ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ও ডিউটি অফিসার আবদুর রহিম সিকদার বলেন, ‘সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে এসি বিস্ফোরণের খবর পেয়েছি। আমারা সেখানে ফায়ার সার্ভিসের কর্মী পাঠিয়েছি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’ 

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, ঢাকা কলেজের পাশের ৩ তলা একটি ভবনে এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। ভবনের আংশিক ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

তবে এ ঘটনার কারণ ও হতাহতের সঠিক তথ্য জানাতে পারেননি খালেদা ইয়াসমিন।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]