নতুন ঠিকানায় ইবির ফুলপরী


ইবি প্রতিনিধি , : 04-03-2023

নতুন ঠিকানায় ইবির ফুলপরী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্যাতনের শিকার ফিনান্স ও ব্যাংকিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে স্থায়ীভাবে উঠেছেন। হাইকোর্টের নির্দেশ অনুসারে নিজের পছন্দমত হলের সিটে ওঠার অংশ হিসেবে এই হলে উঠলেন ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী।

শনিবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট কক্ষে হলে তোলার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, সহকারী প্রক্টর সাহাবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে ফুলপরী বলেন, ‘অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাঁড়িয়েছে তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে ভালো অনুভব করছি। আমি পড়াশুনা করে দেশের উন্নয়ন করবো। আমার সাথে যেমন ঘটনা ঘটেছে, তা যেন আর কারও সাথে না ঘটে এ বার্তা পৌঁছে দিতে চাই।’

এ প্রসঙ্গে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান বলেন, ‘সকালে ফুলপরী তার বাবা ও ভাইকে নিয়ে এসেছিলেন। তিনি যেহেতু এই হল পছন্দ করেছেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা তাকে ৫ম তলায় পছন্দসই রুমে আবাসিকতা প্রদান করেছি। ফুলপরী তার বাবা ও ভাইকে নিয়ে এসেছিলেন এবং সে চাইলে এখন থেকেই হলে থাকতে পারবেন।’

ইমন/এম 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com