হিলিতে দাম কমেছে পেঁয়াজের


আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) , : 04-03-2023

হিলিতে দাম কমেছে পেঁয়াজের

দিনাজপুরের হিলিতে একসপ্তাহের ব্যবধান ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। কেজিতে প্রকার ভেদে ৫ থেকে ৭/৮ টাকা দাম কমেছে। গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) খুচরা বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩০ টাকা।  আর শনিবার (৪ মার্চ) সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা কেজি দরে। 

হিলি বাজারের খচুরা পেয়াজ বিক্রেতা মো. ফেরদৌস রহমান বলেন, ‘আমরা গত (২৫ ফেব্রুয়ারি) প্রতিকেজি পেঁয়াজ  প্রকারভেদে ২২ থেকে ২৫  টাকা কেজি দরে বন্দর থেকে কিনে ২৪ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করি।’ তিনি আরও বলেন, ‘গত বৃহস্পতিবার ( ২ মার্চ) আমদানি করা পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকা কেজি দরে কিনে শুক্রবার ও শনিবার ( ৩ ও ৪ মার্চ) ২২ টাকায়  বিক্রি করছি।  

পাইকারি পেঁয়াজ বিক্রেতা মো. মজিবর রহমান বলেন, ‘পেঁয়াজ কাঁচাপণ্য। আমদানির ওপর দাম নির্ভর করে। সেদিন বেশি আমদানি হয়, সেদিন দাম কম হয়। আর আমদানি কম হলে দাম বেশি হয়। আজকের বাজার জানা যাবে বিকেলের পর। হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজবোঝাই ট্রাক ঢোকে দুপুরের পর। এরপর কাগজপত্র সারতে বিকেল হয়ে যায়। তাই যেদিন পেঁয়াজ আমদানি হয়, তার পরের দিন সেই পেঁয়াজ বাজারে আসে। কোনোদিন সন্ধ্যার পরও আসে।’

আমদানিকারক মো. রবিউল ইসলাম সুইট বলেন, ‘প্রতিবছর রোজার মাসে পেঁয়াজের চাহিদা বাড়ে। ইফতার সামগ্রীতে পেঁয়াজের ব্যবহার বেশি হয়। তাই আমদানিকারকেরাও অন্যান্য মাসের চেয়ে রোজার মাসে একটু বেশিই পেঁয়াজ আমদানি করেন। যাতে বাজার নিয়ন্ত্রণে থাকে। আশা করছি, আর কয়েকদিন পর পেঁয়াজ আমদানি আরও বাড়বে। তখন পেঁয়াজের দাম ২০ টাকার নিচে নেমে আসতে পারে।’

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আগে থেকে হিলিবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি চালু আছে। তবে কিছুদিন ধরে আমদানি একটু বেড়েছে।  ২ মার্চ এই বন্দর দিয়ে ২৭৬ মেট্রিন টন পেঁয়াজ আমদানি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পেঁয়াজসহ কাঁচাপণ্য দ্রুত ছাড়করণে পানামা পোর্ট কর্তৃপক্ষ আলাদা ব্যবস্থা করে রেখেছে। যাতে আমদানিকারকেরা দ্রুত সময়ে তাদের পণ্য গন্তব্যে পৌঁছাতে পারেন।’ 

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]