ছবিতে ইছামতির নৌকাবাইচ


আরিফ আহমেদ সিদ্দিকী , পাবনা , : 18-12-2022

ছবিতে ইছামতির নৌকাবাইচ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করেছে পাবনার সাঁথিয়া পৌরসভা। বুধবার (২৯ ) বিকেলে সাঁথিয়াবাজার সংলগ্ন ইছামতি নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সময় নৌকাবাইচ দেখতে ইছামতির দুই পাড়ে হাজার হাজার উৎসুক জনতা জমায়েত হয়।



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com