সাকিবের ‘৪০০’


ক্রীড়া ডেস্ক , : 03-03-2023

সাকিবের ‘৪০০’

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ৪০০ ম্যাচ খেলার নজির গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান।

শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই আন্তর্জাতিক অঙ্গনে ৪০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ৪০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন সাকিব। এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার তিন ফরম্যাট মিলিয়ে ৪০০ ম্যাচ খেলার নজির গড়েন মুশফিকুর রহিম।

ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচের আগে তিন ফরম্যাট মিলিয়ে ৩৯৯ ম্যাচে ১৩,৪৫৩ রান এবং ৬৫৪ উইকেট নিয়েছেন সাকিব। ৪২৭ ম্যাচে ১৩৬৫২ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিক। 

সাকিব, মুশফিকের পর এই সমীকরণের তিন ও চার নম্বর পজিশনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। রিয়াদ ও তামিম খেলছেন ৩৮৮ ও ৩৭৬ তম ম্যাচ। ৩০৮ ম্যাচ খেলে এই তালিকায় পাঁচে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com