প্রকাশের ৪ ঘণ্টা পর বৃত্তি পরীক্ষার ফল স্থগিত


স্টাফ রিপোর্টার , : 28-02-2023

প্রকাশের ৪ ঘণ্টা পর বৃত্তি পরীক্ষার ফল স্থগিত

প্রকাশের ৪ ঘণ্টা পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিকের বৃত্তির ফলাফল প্রকাশ হওয়ার পরপরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। তবে কী কারণে ফল স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি।   

ই-মেইলে বলা হয়, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে। 

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক অনুপ কুমার রায় গণমাধ্যমকে বলেন, সফটওয়্যারের টেকনিক্যাল কোডিংয়ে ভুল হওয়ায় ফল স্থগিত করা হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে। সংশোধিত করে ফল প্রকাশ করা হবে। 

এর আগে, এদিন দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার সারাদেশে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯৩৮৩ জন শিক্ষার্থী।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com