সন্ধ্যায় জাতীয় যুব গেমসের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী


ক্রীড়া ডেস্ক , : 26-02-2023

সন্ধ্যায় জাতীয় যুব গেমসের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

শেখ কামাল জাতীয় যুব গেমসের দ্বিতীয় আসরের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ ফেব্রুয়ারি) আর্মি স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তিনি প্রতিযোগিতার মূল লড়াইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বাংলাদেশ জাতীয় দলের জন্য বিভিন্ন ডিসিপ্লিনে ভবিষ্যৎ খেলোয়াড় বাছাই এবং তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এ জন্য ৪ হাজার ক্রীড়াবিদ দীর্ঘ অপেক্ষার পালা শেষে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত।

এর আগে, গতকাল ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে গেমসের ময়দানি লড়াই। ভলিবল ও দাবা ইভেন্টে অংশ নিয়েছেন তরুণ ক্রীড়াবিদরা। এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো যুব গেমসের আয়োজন করেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

প্রথম আসরে ২১টি ডিসিপ্লিনে ৫০ হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশ নিয়েছিলেন। এবার দ্বিতীয় আসরে ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছেন।

শেখ কামাল যুব গেমস দ্বিতীয় আসরের প্রাথমিক পর্ব গত ২ জানুয়ারি শুরু হয়েছিল। সেখান থেকে ৮ বিভাগের ৪ হাজার ক্রীড়াবিদ চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হন। ফাইনাল রাউন্ডে ১৯৩টি সোনার পদকের জন্য লড়বে তরুণ অ্যাথলেটরা। এ ছাড়াও, প্রতিযোগিতায় ১৯৩টি রুপা ও ২৮৭টি ব্রোঞ্জ পদকও থাকছে।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com