টাঙ্গাইলে প্রাণিসম্পদের প্রদর্শনী


টাঙ্গাইল সংবাদদাতা , : 26-02-2023

টাঙ্গাইলে প্রাণিসম্পদের প্রদর্শনী

টাঙ্গাইলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন। গেস্ট অব অনার ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. আবু সাইম আল সালাউদ্দিন। 

৩০টি স্টলে দিনব্যাপী গরু, ছাগল, ঘোড়া, মুরগি, মোড়গ, কবুতর, বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি ও ভার্মি কমপোস্ট সার প্রদর্শন করা হয়। এ ছাড়াও, গাভীর দুধের তৈরি বিভিন্ন মিষ্টি, দইসহ খাবার প্রদর্শন করা হয়। 

নোমান/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]