নেপালের উপ-প্রধানমন্ত্রীসহ ৪ মন্ত্রীর পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক , : 26-02-2023

নেপালের উপ-প্রধানমন্ত্রীসহ ৪ মন্ত্রীর পদত্যাগ

নেপালের উপ-প্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) পদত্যাগপত্র জমা দেন তাঁরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

উপ-প্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেনের সঙ্গে পদত্যাগ করেন নগর উন্নয়নমন্ত্রী, আইনবিষয়ক মন্ত্রী ও একজন উপমন্ত্রীও। রাজেন্দ্র বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 

তিনি বলেছেন, ‘আমরা যে জোট সরকারে যোগ দিয়েছিলাম, তা আর টিকে নেই। সরকারে অব্যাহতভাবে থাকা এখন আর যথার্থ নয়।’

খবরে বলা হয়েছে, মন্ত্রীদের এসব পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

আগামী ৯ মার্চ নেপালে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত বছরের নভেম্বরে দেশটিতে সংসদ নির্বাচন হয়েছে। কিন্তু কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর ফলে পুষ্পকমল দহলের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়।

প্রসঙ্গত, শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল জানান, তিনি আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কমিউনিস্ট ইউনিফায়েড মার্ক্সিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ার বদলে বিরোধী দল নেপালি কংগ্রেস পার্টির প্রার্থী রামচন্দ্র পাউডেলকে সমর্থন দেবেন। এর পরিপ্রেক্ষিতে জোটে ফাটল ধরে। এর পরদিন উপ-প্রধানমন্ত্রী ও অন্য তিন মন্ত্রী পদত্যাগ করেন।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com